সড়ক পথেঃ
· ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর চৌরাস্তার হতে দক্ষিন দিকে ১৫ কিলোমিটার দুরে মদনগঞ্জ হাইওয়ে রোডে ইউনিয়ন পরিষদ অফিস ।
· জেলা প্রশাষক কার্যালয় নারায়নগঞ্জ হতে বাস /রিকসা/সিএনজিতে নারায়নগঞ্জ টারমিনাল ঘাট এসে নদী পাড় হয়ে ৭ কিলোমিটার দুরে ইউনিয়ন পরিষদ অবস্থিত।
জল পথেঃ
নারায়নগঞ্জ লঞ্চ টারমির্নাল হতে লঞ্চ/ট্রলারে করে মদনগঞ্জ লঞ্চ/ট্রলার ঘাট।মদনগঞ্জ লঞ্চ/ট্রলার ঘাট হতে ৪ কিলোমিটার দুরে ইউনিয়ন পরিষদ অবস্থিত।
· রাস্তা ও সড়কের পরিমান (কি:মি:) : (আদমশুমারী ২০০১ অনুসারে)
(ক) পাকা রাস্তা : ৩০.২০ কি:মি:
(খ) এইচ,বি,বি : ২০.২৫ কি:মি:
(গ) কাচা রাস্তা : ১৪.৫৭ কি:মি:
ইউনিয়নের অভ্যন্তরে সড়ক পথে বিভিন্ন গ্রামের সাথে সংযোগ সড়ক রয়েছে, যেখানে রিকসা, সিএনজি ও অটো রিকসায় যোগাযোগ করা যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস