Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, বন্দর, নারায়ণগঞ্জ

  • সংক্ষিপ্ত বর্ণনা
  • প্রতিষ্ঠাকাল
  • ইতিহাস
  • প্রধান শিক্ষক/ অধ্যক্ষ
  • অন্যান্য শিক্ষকদের তালিকা
  • ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)
  • পাশের হার
  • বর্তমান পরিচালনা কমিটির তথ্য
  • বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল
  • শিক্ষাবৃত্ত তথ্যসমুহ
  • অর্জন
  • ভবিষৎ পরিকল্পনা
  • ফটোগ্যালারী
  • যোগাযোগ
  • মেধাবী ছাত্রবৃন্দ

সংক্ষিপ্ত বর্ণনা

কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়

 

          কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়টি ১৯৬৬ ইং সালে জুনিয়র বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত হয়।জুনিয়র বিদ্যালয় হিসাবে ০১/০১/১৯৭১ ইং তারিখে স্বীকৃতি লাভ করে এবং ০১/০১/১৯৮৪ ইং তারিখে মাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্বীকৃতি লাভ করে।ঐতিহ্যবাহী এই মাধ্যমিক বিদ্যালয়টির মোট জমির পরিমান ৩.৫ একর।বিদ্যালয়ের অবকাঠামোগত অবস্থা খুবই ভাল।প্রায় ৪০ ফুট প্রসস্ত প্রধান সড়কের পাশেই বিদ্যালয়টির অবস্থান। উপজেলা, জেলা সদর তথা সমগ্র বাংলাদেশেই বিদ্যালয়ের অবস্থান থেকে যে কোন যানবাহনে অনায়াশে যোগাযোগ রক্ষা করা সম্ভব।মূল বিদ্যালয় ভবনটি প্রায় ২৩ শতাংশ জমির উপর প্রতিষ্ঠিত। দোতলা এ ভাবনটিতে মোট ২০ টি কক্ষ রয়েছে। এর মধ্যে

০১

প্রধান শিক্ষকের কক্ষ

০১ টি

০২

শিক্ষক মিলনায়তন

০১ টি

০৩

অফিস কক্ষ

০১ টি

০৪

বিজ্ঞানাগার

০১ টি

০৫

মাল্টিমিডিয়া শ্রেণী কক্ষ

০১ টি

০৬

কারিগরি শাখার ব্যবহারিক কক্ষ

০২ টি

০৭

শিক্ষকদের টয়লেট/বাথরুম

০৩ টি

০৮

ছাত্রীদের টয়লেট/বাথরুম

০৫ টি

০৯

ছাত্রদের টয়লেট/বাথরুম

০৪ টি

১০

সাধারণ ক্লাশরুম

১৩ টি

 

 

এছাড়া চার তলা ফাউন্ডেশনে ৭টি শ্রেণী কক্ষ বিশিষ্ট  দোতলা নতুন ভবন নির্মানাধীন।সুবিশাল ১ টি খেলার মাঠ রয়েছে এবং সুপেয় পানির ব্যবস্থা রয়েছে। উপজেলা পরিষদ থেকে এ প্রতিষ্ঠানের দূরত্ব প্রায় ৪ কি:মি।বিগত পাঁচ বছরে এস.এস.সি ও জে.এস.সি পরীক্ষার গড় ফলাফল ৯৮%।বিদ্যালয়টি কারীগরি শাখা ভুক্ত।কারিগরী শাখায় এস.এস.সি (ভোকেশনাল) পরীক্ষার ফলাফল খুবই সন্তোষজনক।২০১৩ ইং সালে এস.এস.সি (ভোকেশনাল) পরীক্ষায়  সমগ্র বাংলাদেশে প্রায় ৪৫০০ টি কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শীর্ষ ২০ মেধাক্রমে অত্র বিদ্যালয়ের স্থান ৫ম এবং ২০১৪ ইং সালে ১৩ তম স্থান অর্জন করে।