Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

১নং ফরাজীকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বন্দর, নারায়ণগঞ্জ।

  • সংক্ষিপ্ত বর্ণনা
  • প্রতিষ্ঠাকাল
  • ইতিহাস
  • প্রধান শিক্ষক/ অধ্যক্ষ
  • অন্যান্য শিক্ষকদের তালিকা
  • ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)
  • পাশের হার
  • বর্তমান পরিচালনা কমিটির তথ্য
  • বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল
  • শিক্ষাবৃত্ত তথ্যসমুহ
  • অর্জন
  • ভবিষৎ পরিকল্পনা
  • ফটোগ্যালারী
  • যোগাযোগ
  • মেধাবী ছাত্রবৃন্দ

সংক্ষিপ্ত বর্ণনা

সংক্ষিপ্ত বর্ণনাঃ

 

          প্রতিষ্ঠানের নামঃ  কদমশরীফ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বন্দর, নারায়ণগঞ্জ

 

          প্রতিষ্ঠাকালঃ  ১৮৮৬

 

          প্রতিষ্ঠানটি ১টি দ্বিতল ভবন।

         

          প্রতিষ্ঠানটির মোট জমির পরিমাণ ২.৪৩ শতাংশ জমি তম্মধ্যে .১৫ শতাংশ জমি। বিদ্যালয়ের নামে বাকি ৪০ শতাংশ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন  এর নামে।

মৌজা

জে.এল নং

খতিয়ান

দাগ

শ্রেণী

পরিমাণ

মদনগঞ্জ

০২

 

৬০৩

৬০৪

 

 

 

২০১৪ সালে মোট ছাত্র-ছাত্রী সংখ্যা  ৭৫১ জন এবং পাশের হার ৯৯% (২০১৩)।

 

১০ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি বিদ্যমান এবং পরিচালনা কিমিটি’র বর্তমান সভাপতি জনাব মোঃ মোদাব্বের হোসেন ও সহ-সভাপতি জনাব তুহিলী আমিন।

 

          উপজেলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে এ প্রথম থেকেই বিদ্যালয়টি সুনাম অর্জণ করে আসছে। ১৯২৬ সালে প্রথম এই বিদ্যালয়ের ছাত্র সরকারি বৃত্তি পায়। এরই ধারাবাহিকতায় বর্তমান পর্যন্ত বিভিন্ন সনে বহু ছাত্র-ছাত্রী সরকরি বৃত্তি পেয়ে যাচ্ছে।

 

          এই বিদ্যালয়টি উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে এ পর্যন্ত তিনবার উপজেলা শিক্ষা কমিটি কর্তৃক পুরস্কৃত হয়েছে।

 

          বর্তমানে এই বিদ্যালয়ের অনেক কৃতি ছাত্র দেশ-বিদেশে বিভিন্ন জায়গায় সুনামের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন পেশায় নিয়োজিত আছে।

 

***