বি.এস.ই.সি ডকইয়ার্ড উচ্চ বিদ্যালয়
ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিঃ (ডিইডব্লিউ লিঃ) এ কর্মরত সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারী এবং অত্র এলাকার ছেলেমেয়েদের লেখাপড়া নিশ্চিত করতে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল সংস্থার (বিএসইসি) অধীনে বিএসইসি ডকইয়ার্ড উচ্চ বিদ্যালয়টি ১৯৬৬ সালে প্রতিষ্ঠা লাভ করে। বিদ্যালয়টির জমির পরিমাণ ৪৫ শতাংশ।
জন্মলগ্ন থেকে এটি প্রথমিক বিদ্যালয় হিসেবে আতœপ্রকাশ করলেও পরবর্তীকালে উচ্চ বিদ্যালয় হিসেবে সরকারি স্বীকৃতি লাভ করে। ২০০২ সালের ৩১ ডিসেম্বর সরকার কর্তৃক ডিইডব্লিউ লিঃ পে-অফ ঘোষিত হবার পর বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের বেতন ভাতাদি বন্ধ হয়ে যায় এবং প্রতিষ্ঠানটির অগ্রযাত্রা সাময়িক বিঘিœত হয়।
২০০৬ সালের ০৭ ডিসেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ডিইডব্লিউ লিঃ এর পরিচালনার ভার বাংলাদেশ নৌবাহিনীর নিকট হস্তান্তরের পর ২০১০ সালের ১৩ এপ্রিল নৌবাহিনী বিদ্যালয়টি পরিচালনার দায়িত্বভার গ্রহণ করে। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর নিবীড় তত্ত্বাবধানে বিদ্যালয় ভবনগুলির সার্বিক সংস্কার, অবকাঠামো উন্নয়ন, সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ সহ শিক্ষার গুনগত মান বৃদ্ধি করতে বিভিন্ন বাস্তবমুখী পদক্ষেপ হাতে নেয়া হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস